ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে নিজামীর গায়েবানা জানাজার চেষ্টায় ৪ শিবির আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
রাজশাহীতে নিজামীর গায়েবানা জানাজার চেষ্টায় ৪ শিবির আটক

রাজশাহী: দেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার চেষ্টার সময় রাজশাহীতে পুলিশ ও শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে।

এ সময় পুলিশ ওই এলাকা থেকে সন্দেহভাজন চার শিবিরকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেতেমখাঁ এলাকায় নিজামীর গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে শিবিরকর্মীরা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজন শিবিরকর্মীকে আটক করে পুলিশ। আটকের পর তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হেতেমখাঁ এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা একত্রিত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।