ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের স্থগিত একটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শামসুল হক।
বুধবার (১১ মে) বিকেলে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশমাইল ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ৯৯ ভোট বেশি পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু নিউগী কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল মাইকে ঘোষণা দেওয়ার পর আ’লীগের বিদ্রোহী প্রার্থী এম এ জব্বার ফলাফল সিট ছিনতাই করে নিয়ে যাওয়ায় ওই ভোট কেন্দ্রের ফলাফল স্থাগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এরপর আর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমএএএম/এমজেএফ/