বগুড়া: বগুড়ায় জামায়াতের ডাকা ২৪ ঘণ্টা হরতালে সাড়া নেই। জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আন্তঃজেলা রুটগুলোতে সীমিত আকারে বাস চলাচল করলেও অন্য সব রুটে সকাল থেকে মালবাহী যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বাভাবিক কার্যক্রম চলছে ব্যাংক, বীমা, অফিস, আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকেই খোলা।
শহরের চারমাথা বাস টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল আরও বাড়তে থাকে। একইভাবে শহরের ঠনঠনিয়া আন্তঃজেলা কোচ টার্মিনাল থেকেও অনেক বাস ছেড়ে যেতে দেখা যায়।
আবার ঢাকাসহ বিভিন্ন জেলা শহর থেকে ছেড়ে আসা বাসগুলোকেও এসব টার্মিনালে আসতে দেখা যায়। স্থানীয় রুটগুলোতে অন্যদিনের মতই বিভিন্ন যানবাহন চলাচল করছে।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথার চিত্রও ছিলো অন্যদিনের মতই। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা অন্য সময়ের মতই দাপটের সঙ্গে চলাচল করছে।
হরতালের সমর্থনে শহর ও আশেপাশের কোথাও জামায়াত-শিবির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। যেকোনো নাশকতা ঠেকাতে তৎপর দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এইচএ/