ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কসবায় মেয়র প্রার্থীর গণসংযোগে ককটেল হামলা, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ১২, ২০১৬
কসবায় মেয়র প্রার্থীর গণসংযোগে ককটেল হামলা, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েলের গণসংযোগকালে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) দিনগত রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার তেতুয়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গণসংযোগকালে কে বা কারা মেয়র প্রার্থী জুয়েল ও  তার সমর্থকদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে তার চার সমর্থক আহত হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

আগামী ২৫ মে অনু্ষ্ঠিতব্য কসবা পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।