ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবাষির্কীতে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
জিয়ার মৃত্যুবাষির্কীতে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, মৃত্যুবাষির্কী উপলক্ষে ৩০মে শেরে বাংলা নগরে তার মাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া ওলামা দলের উদ্যোগে সূরা ফাতেহা পাঠ ও ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান  কর্মসূচির আয়োজন করা হবে। এ ছাড়া ৩১ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এদের মধ্যে ২৪মে যুবদল, ২৬ মে মহিলা দল, ২৭ মে স্বেচ্ছাসেবকদল, ২৮ মে মুক্তিযোদ্ধা দল, ২ জুন শ্রমিক দল আলোচনা সভার আয়োজন করবে। এছাড়াও ছাত্রদল জিয়াউর রহমানের জীবনের ওপর একটি আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠান করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।   সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করবে বিএনপি। একই সঙ্গে গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি।

যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক,  মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম পটু, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।