রংপুর: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৯৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) দিবাগত রাত থেকে রোববার (১৫ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন- মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো.রফিকুল ইসলাম রিপুল (৪০), উপজেলার চিতলি দক্ষিণ পাড়া গ্রামের মাহবুব ইসলামের ছেলে মো.রবিউল ইসলাম (২০), উপজেলার বুজরুপ সন্তোষপুর গ্রামের আব্বাস মিয়ার ছেলে হান্নান মিয়া(৪৫)।
মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান,নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানান,আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বিএস