ঢাকা: টার্গেট কিলিং, গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র বন্ধে সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার (জুন ১০) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করে তারা।
খালেকুজ্জামান বলেন, দেশে টার্গেট করে করে মানুষ মেরে ফেলা হচ্ছে সরকার কিছুই করতে পারছে না, দেশে অনেকগুলো গুপ্ত হত্যা হয়েছে, সরকার বিচার তো দূরের কথা এই হত্যাকারীদের গ্রেফতারই করতে পারছে না।
এই সরকার দেশের জণগণের স্বার্থে দেশ পরিচালিত করছে না, বিদেশি কোন স্বার্থে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সারা দেশ আজ
লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ রোজার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদশ্য শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, জাহেদুল হক মিলু, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাভলু, কাফি রতন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১০,২০১৬
আরআই