ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘারপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বাঘারপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ ১

যশোর: যশোরের বাঘারপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু ইছা (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুন) ভোরে বাঘারপাড়া উপজেলার ত্রিধান্যপুর এলাকার আরিফ হোসেনের ইটভাটার কাছে যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবু ইছাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বলেন, ভোর ৪টার দিকে যশোর-মাগুরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায। এসময়
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে
ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত সদস্য আবু ইছাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শ্যুটারগান, এক রাউন্ড গুলি, চারটি রাম দা ও রশি উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, আবু ইছার বিরুদ্ধে নাশকতা, অস্ত্র, ডাকাতিসহ ছয়/সাতটি মামলা রয়েছে।

এদিকে, আবু ইছার স্ত্রী আফরোজা বেগমের অভিযোগ, শুক্রবার দিনগত রাত ২টার দিকে তাদের
নলডাঙ্গার বাড়িতে আট/১০ জনের পোশাকধারী একদল পুলিশ আসে। তারা আবু ইছাকে
তাদের সঙ্গে নিয়ে যায়। সকালে তিনি শুনতে পান, তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি ছয়রুদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।