বগুড়া: বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাসহ বিভিন্ন মামলার ৯০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দিনগত রাত থেকে শনিবার (১১ জুন) ভোর পর্যন্ত চালানো ওই বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের সূরা সদস্য আব্দুল হান্নানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ চারজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পৌর শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ রয়েছেন।
দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে তিন ডাকাতসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ার আরেক উপজেলা শিবগঞ্জে সাতজন ও সোনাতলায় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আর আদমদীঘি, ধুনট, সারিয়াকান্দি, শাজাহানপুর ও গাবতলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৪৫ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন গাজিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬, আপডেট: ১৬৪৫ ঘণ্টা
এমবিএইচ/জিসিপি/টিআই/এমএ