ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাজীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
হাজীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতিসহ আটক ২

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রশিবিরের পৌর সভাপতি মহসিনসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১১ জুন) রাত ১০টায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন, ফখরুল ইসলাম ও মো. শরীফুল ইসলাম তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করেন।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি পৌরসভাধীন কাশারী বাড়ীর এয়াকুবের ছেলে মহসিন (২৯) ও ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচেই গ্রামের বাশার খলিফার ছেলে হাজীগঞ্জ বাজারের সাইমুম মাল্টিপারপাস-কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জামায়াত কর্মী মো. আ. আউয়াল (৩১)।

এর আগে শুক্রবার রাতে তিন জনকে আটক করে পুলিশ। এ নিয়ে হাজীগঞ্জে জামায়াতের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, আটক জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।