ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আলীকদমে দুই শিবির নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আলীকদমে দুই শিবির নেতা আটক

বান্দরবান: সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারা দেশে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদরের চৌমুহুনী ও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককতৃরা হলেন- উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শোয়াইবুল ইসলাম (২৫) ও শিবির নেতা এস এম জুয়েল (৩০)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বসতবাড়িতে অগ্নিসংযোগের মামলায় জুয়েল প্রধান আসামি।

প্রাথমিকভাবে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। সপ্তাহব্যাপী পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।