ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জেএমবি সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
সিরাজগঞ্জে জেএমবি সদস্য কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মারুফ ফয়সাল (২২) ওরফে মারুফ আব্দুল্লাহ নামে জেএমবির এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ জুন) দুপুরে আদালতের বিচারক কোহিনুর আরজুমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, দুপুরে জেএমবি সদস্য মারুফ ফয়সাল সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মারুফ ফয়সাল সিরাজগঞ্জ সদর উপজেলার চর শানগাছা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমান ওরফে আনোয়ার হোসেনের ছেলে।
 
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১১ অক্টোবর উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামে ওমর আলী নামে এক ব্যক্তির বাড়িতে গোপন বৈঠক চলাকালে জেএমবির তিন সদস্যকে আটক করে পুলিশ। ওই ঘটনায় ওসি (তদন্ত) খাজা মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলার অন্যতম আসামি মারুফ ফয়সাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।