ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলে জঙ্গি সন্দেহে গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
নড়াইলে জঙ্গি সন্দেহে গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে গাজী আব্দুল্লাহ আল মামুন

নড়াইল: জঙ্গি সন্দেহে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে (২৮) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১২ জুন) বিকেলে সদরের আউড়িয়া ইউনিয়নের লস্করপুর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দ পুলিশ (ডিবি)।

মামুন লস্করপুর গ্রামের গাজী মশিয়ার রহমানের ছেলে।

এর আগেও মামুনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মামলা হয়েছিল। সারাদেশে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা মামলার আসামি ছিলেন মামুন। এ মামলায় মামুন প্রায় দুই বছর কারাবাস করেন। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণের অভাবে ওই মামলা থেকে খালাস পান তিনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুভাষ বিশ্বাস বাংলানিউজকে জানান, জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে মামুনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও রোববার রাতে দুই জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।