বান্দরবান: বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে অপহরণের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ জুন) সকাল থেকে জেলার সাত উপজেলায় একযোগে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সন্ত্রাসীরা মংপু মারমাকে অপহরণ করেছে। যতদিন মংপু মারমা উদ্ধার না হয় ততদিন অবরোধ চলবে।
অন্যদিকে, জনসংহতি সমিতির (জেএসএস) জেলা শাখার সভাপতি উছোমং মারমা জানান, মংপু মারমাকে অপহরণের সঙ্গে জেএসএস জড়িত নয়। কোনো কারণ ছাড়াই জনসংহতি সমিতির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।
এদিকে, অপহরণের ঘটনায় জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক ক্যবামং মারমাসহ ৩৫ নেতাকর্মীকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেছে আওয়মী লীগ।
পুলিশ জানায়, কর্মসূচি চলাকালে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মংপু মারমা অপহরণের পর থেকে সেনাবাহিনী ও পুলিশ সম্ভাব্য স্থানগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, সোমবার (১৩ জুন) রাতে বান্দরবান সদরের জামছড়ি মুখপাড়া থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংপু মারমাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
বাংলাদেশে সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এনটি/এসআই