ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘টার্গেট কিলিং পরিকল্পিত, আ’লীগের লোকজনই করছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
‘টার্গেট কিলিং পরিকল্পিত, আ’লীগের লোকজনই করছে’

ঢাকা: ‘টার্গেট কিলিং পরিকল্পিত। এগুলো আওয়ামী লীগের লোকজনই করছে।

এ কারণেই হাসিনা বলেছেন তিনি জানেন এসব কারা করছে। কারণ তার দলের লোকরাই এসবের সঙ্গে জড়িত। ‘

বুধবার ( ১৫ জুন) রাজধানীর লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
খালেদা জিয়া আরও বলেন, ‘আসল খুনিদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে এখন নিরীহ লোকজনদের ধরা হচ্ছে। অচিরেই দেখবেন আওয়ামী লীগ সরকারের কি পরিণতি হয়। জনগণই এদের বিতাড়িত করবে। ’  

বিএনপি হত্যার রাজনীতি বিশ্বাস করে না মন্তব্য করে খালেদা জিয়া আরও বলেন, ‘আওয়ামী লীগের লোকজন মানুষ হত্যা করছে এবং এর দায় বিএনপির ওপর চাপাচ্ছে। গত কয়েক দিনে ১২ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। কারাগারে জায়গা হচ্ছে না, বাথরুমে তাদের থাকতে দিচ্ছে। ’

দেশ আওয়ামী লীগ চালাচ্ছে কী না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘যদিও তারা অন্যায়ভাবে ক্ষমতায় বসেছে, তারপরও বলতে হয়, দেশ আজ সরকার চালাচ্ছে? নাকি অন্য কেউ চালাচ্ছে?’

আওয়ামী লীগের অধীনে কোন ধর্মের লোক নিরাপদ নয় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘অতীতে ক্ষমতায় এসে এরা হিন্দু সম্পত্তি দখল করেছে। এবারও তারা হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে, জায়গা জমি দখল করছে। ’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা কোনো রক্তপাত চাই না। শান্তিপূ্র্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবো। ’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. এমাজউদ্দিন আহমেদ, ড. মাহফুজ উল্লাহ ও ড. মাহবুব উল্লাহ।
 
২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশোয়ারী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের (পিএল) সভাপতি গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।