ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দু’টি আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির দিন ধার্য হয়েছে আগামী ০১ আগস্ট।
মামলাটির প্রধান আসামি খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী গত ৩১ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
গত ১৭ এপ্রিল বিচারিক আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দু’টি পৃথক আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন দু’টির পক্ষে শুনানি করেন খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। শুনানি শেষে আবেদন দু’টি খারিজ করে দেন আদালত।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। ওই আবেদনে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়। গত ১৫ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ শুনানি নিয়ে আবেদন দু’টি খারিজ করে দেন।
বিচারিক আদালতে আগামী ২৩ জুন দুই দুর্নীতি মামলারই শুনানির দিন ধার্য রয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থন করতে হবে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ-জেরা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ইএস/এএসআর