ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশে কারো নিরাপত্তা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
‘দেশে কারো নিরাপত্তা নেই’

ঢাকা: ‌দেশে কারো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার (১৭ জুন) বেলা ১১টায় পল্টনে বাংলাদেশ ফটোজার্না‌লিস্ট মিলনায়তনে ‘গুম, খুন, হত্যা ও গ্রেফতারের প্র‌তিবাদে’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃ‌তিক দল।

‌মাহবুবুর রহমান বলেন, গুম খুনের মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু পতন এক সময় হবেই।

তিনি বলেন, জাতীয়তাবাদী শ‌ক্তিকে ধ্বংস করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় সরকার। এ‌জন্য একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশেরে জণগণকে জি‌ম্মি করে তাদের ভোটের অ‌ধিকার কেড়ে নিয়েছে। তবে এভাবে বেশি দিন নয়, পতন হবেই।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপ‌তি শ‌ফিউল আলম প্রধান, ‌বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল কবীর খোকন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শাসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।