ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
সিলেটে ১৪ দলের মানববন্ধন

সিলেট: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

সারাদেশে নৈরাজ্য, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

রোববার (১৯ জুন) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে  জেলা ও মহানগর ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ‍অংশ নেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও দায়ীদের বিচার দাবি করা হয়।

এছাড়া এগুলো মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো  হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বারিষ্টার মো. আরশ আলী, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, মহানগর সভাপতি অ্যাড.জাকির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এএএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।