ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জের ১৮ ইউপি চেয়ারম্যানের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জের ১৮ ইউপি চেয়ারম্যানের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ও জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার শারমিন ইয়াসমিন।

শিবগঞ্জ উপজেলার শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- মনাকষা ইউপির মির্জা শাহাদাৎ হোসেন খুররম, ঘোড়াপাখিয়ার ইসমাইল হোসেন, ধাইনগরের তাবারিয়া চৌধুরী, চককীর্ত্তির মোফাখারুল ইসলাম, পাঁকার মজিবুর রহমান, শাহবাজপুরের তোজাম্মেল হক, শ্যামপুরের খাইরুল ইসলাম, বিনোদপুরের এনামুল হক, উজিরপুরের ফয়েজ উদ্দিন, নয়ালাভাঙ্গার আশরাফুল হক, ছত্রাজিতপুরের শামসুল হোদা, বারকপুরের তৌহিদুর রহমান, দাইপুখুরিয়ার আতিকুল ইসলাম ও দূর্লভপুরের আবদুর রাজিব।

ভোলাহাট উপজেলার শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- ভোলাহাট সদর ইউপির ইয়াজদানী জর্জ, গোহালবাড়ীর আব্দুল কাদির, দলদলীর মাজহারুল ইসলাম ও জামবাড়ীয়ার মশফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।