ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জীবনের বড় তৃপ্তি জাতির জনকের কবর জিয়ারত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
‘জীবনের বড় তৃপ্তি জাতির জনকের কবর জিয়ারত’

সংসদ ভবন থেকে: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা।  

তিনি বলেন, যে কাজটি করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি, প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনকের কবর জিয়ারত করেছি আমিই।

আমার এখনও ইচ্ছে হয় জাতির জনকের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের  বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতির জনককে আওয়ামী লীগের জনক বানিয়ে ফেলা হয়েছে। আমার অনুরোধ জাতির জনককে সবার জাতির জনকের জায়গায় নিয়ে আসুন।
 
এরশাদ সবসময় আওয়ামী লীগের পাশে ছিলেন দাবি করে বলেন, আমি সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছি। ১৯৯১ সালে আওয়ামী লীগসহ সংসদ প্রতিষ্ঠা করেছি। আমি তখন জেলে ছিলাম।  
 
জাপা চেয়ারম্যান বলেন, আমরা যুগপৎ আন্দোলন করে অত্যাচারী বিএনপি সরকারকে  সরিয়েছিলাম। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগকে বিশাল বিজয় এনে  দিয়েছি। ২০০৬ সালে মহাজোট গঠন করি, ২০০৮  সালে আপনাদের পক্ষে থেকে বিশাল বিজয় এনে দিয়েছিলাম। আমি সবসময় আওয়ামী লীগের পাশেই থেকেছি।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।