ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করছে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
‘গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করছে সরকার’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার দেশকে অস্থিতিশীল করে তুলছে। গুপ্তহত্যা চালিয়ে বিভিন্ন ধরনের পট তৈরি করেছে।

এ অবস্থা থেকে উত্তরণে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (০১ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে পুরোপুরি নির্মূল ও নেতৃত্বশুন্য করতে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পুরো দেশকে কারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, সরকার গোটা দেশকে দুর্নীতির রাজ্যে পরিণত করেছে। দুর্নীতির বৈধতা দিচ্ছে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নেই। যা ইচ্ছা তাই করছে। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সম্পাদক আনসারুল হক, আবু তাহের দুলালসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় মির্জা ফখরুল সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে মামলা-হামলায় আহত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।