ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণই সরকার পরিবর্তন করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
জনগণই সরকার পরিবর্তন করবে ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনগণের দ্বারাই সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী জনবিচ্ছিন্ন সরকার, সুষ্ঠু নির্বাচন হলে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। এজন্যই নির্বাচনে জনগণকে তারা ভোট দিতে দেয় না। নির্বাচন কমিশন ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে ব্যালট বাক্স ভরিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী পার্থীরা।  

এ দেশে মানুষের ভোটাধিকার নেই। ভোট গ্রহণ ছাড়া দরজা বন্ধ করে ব্যালটে সিল মেরে নির্বাচন হয়, ভোট ছাড়া পার্লামেন্টে আইন পাস হয়, ভোট ছাড়া মন্ত্রিসভা নির্বাচিত হয়- সে দেশে কোনো গণতন্ত্র থাকতে পারে না। বলেন তিনি।

দেশের মানুষ আর বেশিদিন আওয়ামী সরকারের জালিয়াতি মেনে নেবে না মন্তব্য করে তিনি বলেন, এই আওয়ামী সরকারের সময় ঘনিয়ে এসেছে। যে কোনো সময় জনগণ তাদের টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।

জাতীয়তাবাদী মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মোটরচালক দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সিরাজ, সাবেক যুব নেতা অ্যাডভোকেট মল্লিক মোশারফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।