ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রমজান মাস কেটেছে সংঘাত-সংঘর্ষে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
‘রমজান মাস কেটেছে সংঘাত-সংঘর্ষে’

ঢাকা: পুরো রমজান মাস রক্তঝড়া সংঘাত-সংঘর্ষে কাটলেও এখন দেশবাসী যেন সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে প্রত্যাশা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (০৬ জুলাই) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

রিজভী বলেন, ঈদের প্রাক্কালে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা ছিল-একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমূখর ঈদ উদযাপন। সারা রমজান মাসটি কেটেছে ভয়ে, আশংকায় আর গা ছমছম করা সাবধানে। কারণ গোটা মাসই রক্তঝরা সংঘাত-সংঘর্ষে কেটেছে। বছরব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু, ভিন্ন মতাবলম্বী ব্লগার, বিদেশি নাগরিকসহ নানা মতের মানুষকে হত্যার ধারাবাহিকতায় গুলশানের হলি আর্টিজান রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশে দেখা গেলো উগ্রবাদের এক নতুন বিভৎস রূপ।

তিনি বলেন, বৈশ্বিক সন্ত্রাসের নেটওয়ার্কের আওতায় বাংলাদেশকে অন্তর্ভূক্ত করার আলামত ফুটে উঠলো। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দ‍ুর্ঘটনা। এর ব্যাপক প্রভাব পড়বে গোটা জাতির ওপর। বিশ্বসমাজে আমাদের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সর্বত্রই নেতিবাচক পরিচিতি লাভ করতে থাকবে। বিশেষ করে আমাদের অর্থনীতি গভীর খাদে পতিত হবে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, কর্মসংস্থানসহ সকল অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় আশঙ্কা রয়েছে।

রিজভী সম্প্রতি ঘটে যাওয়া সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের উগ্রবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে কোনো পর্দা ঝুলিয়ে রাখলে সংকটের মর্মমূলে পৌঁছানো যাবে না। তাই সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে।

রিজভী বলেন, এরকম সহিংস জীবনসংহারী গোষ্ঠীর অপতৎপরতা নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের কথা বারবার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে সর্বমহলে তার বক্তব্য অভিনন্দিত হয়েছে। সুতরাং এই মূহুর্তে দোষারোপ ও বিভাজনের পুরনো পথে হাঁটলে দেশের সংকট আরো ঘনীভূত হবে। সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে কোনো পর্দা ঝুলিয়ে রাখলে সংকটের মর্মমূলে পৌঁছানো যাবে না।

তিনি বলেন, শর্তের কথা বলে কালক্ষেপণ করে জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করলে অশুভ শক্তিরই বাড়বাড়ন্ত হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া যে এ মূহুর্তে অত্যন্ত

সবশেষে তিনি দেশবাসীকে তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।