ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ উগ্রপন্থীদের পথপ্রদর্শক: বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আ’লীগ উগ্রপন্থীদের পথপ্রদর্শক: বিএনপি ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ উগ্রপন্থীদের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১০ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকার জনগণের ইচ্ছাকে খুব অপছন্দ করে। বর্তমান উগ্রবাদীদের সৃষ্ট জাতীয় দুর্যোগ মোকাবেলায় ঐক্যের আহ্বানকে আমলে নেয়নি বরং বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ক্ষমতাসীনদের বড় কর্তারা বক্তব্য দিচ্ছেন। সন্ত্রাসবাদ অব্যাহত থাকাটাই তাদের জন্য স্বস্তিদায়ক বিষয়।  

উগ্রবাদীদের নামে দেশে যে রক্তগঙ্গা বইছে তার জন্য সরকারই দায়ী- বলেন বিএনপির এ নেতা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, রক্তাক্ত সন্ত্রাস আর হরিলুটের অর্থনীতির ওপর নিজের টিকে থাকা নিশ্চিত মনে করছেন আপনি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বর্তমান জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলামের পথ নয়। আমরা মনে করি প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ক্রসফায়ারের নামে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা কিসের পথ? মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপী পাইকারী ভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার কিসের পথ? জনগণ জানতে চায় প্রধানমন্ত্রী- বলেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, এবারের ঈদ উৎসব মানুষকে আনন্দে উচ্ছ্বসিত করতে পারেনি। ঈদের আগে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার, জঙ্গিবাদের নামে মানুষ হত্যার মধ্যে দিয়ে দেশে এক বর্ণনাতীত অরাজকতা সৃষ্টি হয়েছে। যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। মানুষের ঈদ কেটেছে হাড়-হীম করা ভয়ে, আতঙ্কে।

সংবাদ সম্মেলনে আমরা দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন রিজভী।
  
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।