ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনে বিরোধের জেরে ভাঙচুর-আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ইউপি নির্বাচনে বিরোধের জেরে ভাঙচুর-আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে নোয়াখালীর হাতিয়ায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন।



প্রতিপক্ষের লোকজন ২০টি দোকান ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিন।

রোববার (১০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরইশ্বর ও চরকিং ইউনিয়নের সীমান্তবর্তী খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, দুপুরে হাতিয়া সদরের ওছখালী বাজারে একটি সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলেন চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় মিছিল থেকে খাসেরহাট বাজারে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিন সমর্থকদের দোকানে হামলা চালানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এএনজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।