ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বাংলাদেশ অাপোস করবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
‘বাংলাদেশ অাপোস করবে না’

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: ১৯৭১ সালে যারা মা-বোনের গায়ে হাত তুলেছে তাদের সঙ্গে বাংলাদেশ আপোস করেনি, জঙ্গিদের সঙ্গেও অাপোস করবো না।
 
সোমবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, যারা ইসলামের ক্ষতি করেছে, তারা মানুষের ক্ষতি করেছে। এ অাক্রমণের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।

যারা ইসলাম পালন করে তারা নামাজের সময় মানুষ খুন করতে যায় না বলেও মন্তব্য করেন ইনু।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।