ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‍‘জঙ্গির সঙ্গী খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
‍‘জঙ্গির সঙ্গী খালেদা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘জঙ্গি দমনে খালেদা জিয়া তার অবস্থানে ব্যর্থ। তিনি জাতীয় ঐক্যের কথা বলেন কিন্তু জামায়াতের সঙ্গ ছাড়তে পারেন না।

কারণ, জঙ্গির সঙ্গী খালেদা জিয়া,’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জঙ্গি দমনের যুদ্ধের অগ্নিপরীক্ষায় খালেদা জিয়া এবারো ফেল করেছেন। তার অবস্থা কী হবে তা ভবিষ্যত বলে দেবে।
 
ইনু আরও বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর কঠিন অগ্নিপরীক্ষার মধ্যে রয়েছি। সরকার উৎখাতের চক্রান্ত হিসেবে তারা ওই হামলা করেছিলো। ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। যারা নারীর গায়ে হাত দেয়, শিশুর গায়ে হাত দেয় তাদের ধ্বংস করা ছাড়া কোনো বিকল্প নেই। জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৪ দল প্রমাণ করলো তারা দেশপ্রেমিক।
 
জঙ্গিবাদ ও গণতন্ত্র পরস্পর বিরোধী মত দিয়ে মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ মানে গণতন্ত্রের ওপর হামলা। গণতন্ত্রের ওপর হামলা মানেই গণমাধ্যমের ওপর হামলা। নির্বাচিত সরকার বদলে তালেবানি জঙ্গি সরকার আনার চেষ্টা করা অত্যন্ত দুঃখজনক।
 
জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। এই মুহূর্তে জঙ্গিবাদ দমন করা ছাড়া অন্য কোনো আলোচনা নেই। জাসদ মনে করে জঙ্গি দমন করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া, সুশাসনের বাংলাদেশ গড়া , দ‍ুর্নীতি ও দলবাজি বন্ধ করে সুন্দর বাংলাদেশ গড়াবো।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।