ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
‘সরকার জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে’ ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজনীতি ২ নম্বর
ঢাকা: বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
 
বুধবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘পুলিশি নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে পিটিয়ে হত্যার’ প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন তিনি।


 
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ প্রতিবাদ সভার আয়োজন করে। এর আগে সংগঠনটি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়।
 
খন্দকার মোশাররফ বলেন, বর্তমানে দেশে কোনো পেশার মানুষ নিরাপদ নন। এমনকি মুক্তিযোদ্ধারাও নন। সর্বশেষ পুলিশের স্ত্রীকে হত্যা করা হয়েছে।
 
জঙ্গিবাদের উত্থানের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘নির্যাতিত মানুষের প্রতিবাদের ভাষাই জঙ্গিবাদে রূপ নিচ্ছে। জঙ্গিবাদ কায়েমের জন্য সরকারই দায়ী’।
 
তিনি বলেন, ‘সাঁড়াশি অভিযানের নামে ১৩ হাজার নিরাপরাধ মানুষকে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। এর জন্যই সন্ত্রাসবাদের উত্থান হয়েছে’।
 
‘সরকার জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। আর জঙ্গিবাদ মোকাবেলায় তারা ব্যর্থ। নিরাপরাধ মানুষকে হত্যার প্রতিশোধের স্পৃহা থেকে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
 
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কিভাবে জঙ্গিরা এতো ভারি অস্ত্র নিয়ে জঙ্গিরা নিবিঘ্নে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন করেন মোশাররফ।
 
সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।