ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জাতীয় ঐক্যে সাড়া না মিললে যা সম্ভব তাই করবে বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
‘জাতীয় ঐক্যে সাড়া না মিললে যা সম্ভব তাই করবে বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যে সরকার সাড়া না দিলে বিএনপির যা যা করা সম্ভব তাই করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সন্ত্রাস দমনের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় ঐক্যে জামায়াত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, ‘অল্টারনেটিভ করছেন কেন? স্বৈরাচার ও রাজাকার নিয়ে যখন দেশ পরিচালনা করছেন, তখন আপনারা প্রশ্ন করেন না কেন? আলোচনায় বসার পর এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে’।

জাতীয় ঐক্যে যদি সরকার সাড়া না দেয় তাহলে বিএনপি কী করবে এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির যা যা করা সম্ভব তাই করবে।   জাতীয় স্বার্থেই এই জাতীয় ঐক্যে সরকারের সাড়া দেওয়া উচিত।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে একমাত্র জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে হবে। কিন্তু সরকার তা না করে বিএনপির বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত রেখে প্রকৃতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষ নিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের কয়েকজন মন্ত্রী দেশের এই ক্রান্তিলগ্নেও তাদের চিরাচরিত ব্লেমগেমের আশ্রয় নিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে দোষারোপ করছেন। এসব অসত্য ও বানোয়াট কথা জনমনে হতাশার সৃষ্টি করেছে।

কর্মসূচির বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, সবার সঙ্গে আলোচনা চলছে। কার্যক্রমও এগিয়েছে। সিনিয়র নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে বিএনপির চেয়ারপারসন কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাযরুল কবীর খোকন, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, ইমরান সালেহ প্রিন্স, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম খান।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের ছেলের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান নজরুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬ আপডেট: ১৪০৭ ঘণ্টা,
একে/এএটি/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।