ময়মনসিংহ : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় নগরীর আঠারবাড়ি রোডস্থ জেলা জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গাঙ্গিনারপাড়, স্টেশন রোডসহ প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জাসদ নেতা রতন সরকার, অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, শহিদুর রহমান শহিদ, পারভেজ নেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমিন, নূর হোসেন, হামিদুল ইসলাম প্রমুখ।
পরে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীরা মানবতার শত্রু। এ অপশক্তিকে প্রতিরোধে সব দেশপ্রেমিক ব্যক্তি ও সংগঠনকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বক্তরা আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে যে সব রাজনৈতিক দল বলে ছিলো বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, সুযোগ পেলে তারাই আবার রাজনৈতিক কর্মসূচির আড়ালে জঙ্গিদের প্রশ্রয় দিবে। এ সব চিহ্নিত দল ও ব্যক্তিকে কোনো অবস্থাতেই চলমান ইস্যুতে রাজপথে আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এমএএএম/আরআইএস/আরআই