সাভার (ঢাকা): রাজধানীর গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলা এবং দেশি-বিদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে সাভারে আলোচনা সভা করেছে যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে স্থানীয় যুবলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) নামে কোনো জঙ্গি নেই। জামায়াত-শিবিরই সাম্প্রতিক জঙ্গি হামলায় মদদ দিচ্ছে। একে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কোনো বিকল্প নেই।
জঙ্গিবাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একাত্তরের চেতনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে।
আলোচনা সভায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরবি/পিসি