কুমিল্লা: জেএমবি’র শীর্ষ নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শায়খ আবদুর রহমানের বড় ছেলে জেএমবি নেতা নাভিল রহমানসহ চার নেতা কুমিল্লার আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা হলেন- আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।
বুধবার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা ৪ নম্বর আমলী আদালতের বিচারক নুরুন্নাহার শিউলির আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য তাদের হাজির করা হয়।
এদের মধ্যে আসামি নাবিল রহমানের বাড়ি জামালপুরে, আলমগীর হোসেনের বগুড়া এবং রঙ্গিলার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মোস্তাফিজুর রহমানের ঠিকানা জানা যায়নি।
কুমিল্লার আদালতের অতিরিক্ত পিপি আবু তাহের বাংলানিউজকে জানান, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর কালিয়াজুরীর একটি বাসা থেকে জেএমবির শীর্ষ নেতাদের সঙ্গে এদের গ্রেফতার করা হয়। ওই দিনে র্যাব-পুলিশের যৌথ অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ১৬১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
আরএ