ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বাগেরহাটে শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবিরকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনামুল ওই গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে ইংরেজি বিষয়ে মাস্টার্স পাশ করেন।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, শিবির নেতা এনামুলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। সম্প্রতি ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলা হওয়ার পর তিনি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। তবে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসতেন।

বুধবার দুপুরে এনামুল গ্রামের বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এলামুলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।