গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জঙ্গির আশ্রয়দাতা সন্দেহে এবতেদায়ী মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনকে (৪৮) আটক করেছে র্যাব-১৩।
শনিবার( ২৩ জুলাই) সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আনোয়ার গোবিন্দগঞ্জ উপজেলার খলসী ইবতেদায়ী মাদ্রাসার সুপার ও ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) নাঈমুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ মাঠে হামলা, গোবিন্দগঞ্জের ব্যবসায়ী অরুণ দত্ত হত্যা, জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যা ও পঞ্চগড়ের মন্দিরের পুরোহিত হত্যায় অংশ নেয় পুলিশের হাতে গ্রেফতার সফিকুল ইসলাম নামে এক যুবক। তিনি ৪ মাস গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে এসব কিলিং মিশনে অংশ নেন। এছাড়া ওই বাড়িতেই জঙ্গিদের প্রশিক্ষণ হতো। গ্রেফতার সফিকুলের তথ্যের ভিত্তিতেই আনোয়ারকে আটক করা হয়েছে।
এদিকে, আনোয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার কিলিং মিশনে অংশ নেওয়া সফিকুলের বড় ভাই পরিচয় দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আনোয়ারকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
পিসি/