ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক রহমান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
তারেক রহমান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

ঢাকা: অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদলতকে প্রভাবিত করে খালাস পেয়েছেন, আইনমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার (২৪জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন- ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

উপস্থিত ছিলেন, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন,সানাউল্লা মিয়া, বদরুদ্দোজা বাদল, তৈমুর আলম খন্দকার, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল প্রম‍ুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালতে তাকে বেকসুর খালাস দেন। এ মামলায় ২১ জুলাই হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ের পর আইনমন্ত্রী আনিসুল হক প্রেস কনফারেন্সে বলেছেন-বিচারিক আদালতের বিচারক মোতাহার হোসেন প্রভাবিত হয়ে তারেক রহমানকে খালাস দিয়েছেন। এবং রায় প্রদানের পরই বিচারক পালিয়ে মালয়েশিয়া চলে যান। আমরা আনিসুল হকের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তব্যে আরো বলা হয়, বিচারক নিয়োগ দিয়েছিলেন আইন মন্ত্রণালয়, নিয়োগ প্রদান থেকে ‍শুরু করে অন্য কোনো প্রকারেই একজন বিরোধী দলীয় নেতার সূদুর লন্ডনে বসে কিভাবে প্রভাবিত করেন তা বোধগম্য ও জাতির কাছে বিশ্বাসযোগ্য নয়।

এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, যথাসময়ের তারেক রহমান এসে আপিল করবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টে ১৭ বছর পরের আপিলও মঞ্জুর হওয়ার উদাহরণ রয়েছে।  

বক্তব্য শেষে আগামী ২৫-২৮ জুলাই দেশের সকল আইনজীবী সমিতিতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৩,২০১৬
ইএস‘/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।