সিলেট: সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার (৩১ জুলাই) দুপুরে পৌর যুবলীগের সভাপতি আবদুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ফারুক আহমদ নিজেও আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে শিক্ষককে জামায়াত-শিবির বলে মন্তব্য করেন ফারুক গ্রুপের এক কর্মী। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষক শনিবার (৩০ জুলাই) কলেজের ছাত্রদের নিয়ে মামলা করতে যান।
এনিয়ে রোববার দুপুরে ফারুক গ্রুপের নেতাকর্মীরা কলেজে গিয়ে ক্লাসরুম থেকে ওই শিক্ষককে বের করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজের ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে আসলে ফারুক গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এদিকে, ফারুক গ্রুপের হামলার প্রতিবাদে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিলে কলেজ থেকে মিছিল বের করে পৌর শহরে মিছিল সমাবেশ করে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রার্থী ফারুক আহমদ জানান- ছাত্রলীগ নেতাকর্মীরা জঙ্গিবিরোধী মিছিল করতে চেয়েছিল। কিন্তু কলেজের শিক্ষক এহসানুল হক তাতে বাধা দিয়ে আসছিলেন। কলেজে রাজনীতি নিষিদ্ধ এ অজুহাত দেখিয়ে তিনি কলেজে মিছিল করতে দিচ্ছিলেন না। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
সিলেট জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এনইউ/জেডএস