ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার উদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের চিকিৎসার ভার নিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার (১৬ আগস্ট) গাইবান্ধা থেকে সরাসরি আগারগাঁও অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিজ দলের নেতাকে দেখতে যান অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
এসময় ডেপুটি স্পিকার তাকে আশ্বস্থ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হবে।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বাংলানিউজকে বলেন, আবুল কালাম আজাদের চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি ওর যা যা করার দরকার তাই করবে।
আবুল কালাম আজাদ সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়া সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঢাকায় পাঠানোর পর ডেপুটি স্পিকার সার্বক্ষণিক তার খোঁজ খবর নেন।
আবুল কালাম আজাদের ডান পায়ের হাঁটুর নীচের হাড় ভেঙে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার পুরোপুরি সুস্থ হতে ৬ মাস সময় লাগতে পারে বলে জানান চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসএম/এসএইচ