ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাজমুল হুদার রিভিউ খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
নাজমুল হুদার রিভিউ খারিজ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (২১ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আবেদনের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) নাজমুল হুদার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করে। এই মামলায় ২০০৮ সালের ৩ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত নাজমুল হুদাকে মোট ১২ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেন।
 
এই রায়ের বিরুদ্ধে আপিলের পর হাইকোর্ট ২০১০ সালের ১৮ আগস্ট নাজমুল হুদাকে খালাস দেন।

পরে দুদক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন নাজমুল হুদা। রোববার এ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ই বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২২,২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।