ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৮ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহম্মেদসহ ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, পৌর ছাত্রদলের সভাপতি আবিদুর রহমান নয়ন, সহ সভপতি প্রলয় হোসেন, কেসি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, থানা ছাত্রদলের সহ সভাপতি দাউদ হোসেন, ছাত্রদল কর্মী সোহানুর রহমান, রহমত আলী ও সাকিব হোসেন।
মোস্তাক আহম্মেদ জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি পোস্ট অফিস মোড়ে পৌঁছালে পুলিশ সেখানে বাধা দেয়। বাধা পেয়ে মিছিলকারীরা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাকসহ ৮ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল বাংলানিউজকে বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেয়। খোঁজ নিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।