ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপালের বিরুদ্ধে বাম মোর্চার সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
রামপালের বিরুদ্ধে বাম মোর্চার সমাবেশ

ঢাকা: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অবিলম্বে বাতিলের দাবিতে সমাবেশ করেছে বামপন্থি রাজনৈতিক সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার ( আগস্ট ৩১) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ আয়োজন করে তারা।

সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।

সমাবেশে বক্তারা বলেন, সরকার জাতীয় সম্পদ সুন্দরবনকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তারা (সরকার) গায়ের জোরে রামপাল প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই চুক্তি বাংলাদেশকে চাপিয়ে দেওয়া ভারতের চুক্তি, ভারতকে খুশি করার জন্য সরকার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। সবাইকে সুন্দরবন ধ্বংস করার এই পাঁয়তারা রুখে দিতে হবে। সুন্দরবনকে বাঁচাতে হবে।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।