ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার নাশকতার তিন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছেন আদালত।
বুধবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল চার্জশিট আমলে গ্রহণের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
গত ১১ মে দারুসসালাম থানা পুলিশ খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলা তিনটির আসামি সংখ্যা যথাক্রমে ২৪ জন, ২৭ জন ও ৩৩ জন।
গত বছরের ০৪ ফেব্রুয়ারি ও ০৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমআই/এএসআর