সিলেট: ইজারাদারকে বিতাড়ন করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ইজারা করা পশুর হাট দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত সিসিক কর্মকর্তারা চেষ্টা করেও হাটটি দখল মুক্ত করতে পারেননি।
সূত্র জানায়, সিসিক থেকে ২৭ লাখ টাকায় নগরীর মেন্দিবাগ কয়েদির হাট ইজারা নেন সিরাজুল ইসলাম শামীম। বৃহস্পতিবার তাকে ইজারা করা হাট থেকে তাড়িয়ে দেয় ছাত্রলীগের উপশহর গ্রুপ। স্থানীয় কাউন্সিলর মুসতাক আহমদ, মামা খন্দকার, যুবলীগ নেতা শামীম ইকবালসহ বেশ কয়েকজন এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, এমন অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে হাটের ইজারাদার সিরাজুল ইসলাম জানান, ক্ষতিপূরণ চেয়ে সিসিক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এছাড়া তিনি পুলিশ কমিশনারের কাছেও আরেকটি অভিযোগ দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে সিসিকের সচিব, প্রকৌশলীসহ কর্মকর্তারা পুলিশসহ পশুরহাটে গেলেও ইজারাদারকে দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হন।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বাংলানিউজকে বলেন, কয়েদির হাট নিয়ে কিছু ঝামেলা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এনইউ/আইএ