ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাগপা নেতার মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
জাগপা নেতার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা সৈয়দ ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

ইসমাইল হোসেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি ও নীলফামারী জেলা জাগপার সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।  

বিএনপি মহাসচিব শোকবার্তায় মহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া ওই নেতার মৃত্যুতে কেন্দ্রীয় জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, খন্দকার আবদুর রহমান, আমির হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন চৌধুরী মুন্না, শাহাজান খোকন, ঠাকুরগাঁও জেলা জাগপা সভাপতি শাজান সিরাজ, পঞ্চগড় জেলা জাগপা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মফি ও নীলফামারী জেলা জাগপা সাধারণ সম্পাদক জাকিউল আলম শাকি শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে তার মৃত্যুতে শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।