ঢাকা: যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হওয়া ‘জাস্টিস এগেন্সট স্পনসরস্ অব টেরোরিজম অ্যাক্ট’ (জাস্টা) বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এরশাদ এ প্রতিবাদ জানান।
এরশাদ আরও বলেন, এ আইন বিভিন্ন দেশের আন্তর্জাতিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করবে। এ ধরণের আইন জাতিসংঘের চার্টারেরও বিরোধী। জাস্টা বিল পাশ হলে- বিশ্বে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে- যা অন্যদেশও অনুসরণ করতে পারে। তাতে যেকোনো দেশই যেকোনোভাবে অভিযুক্ত হতে পারে। যা বিশ্বে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এ বিলের বিরোধিতা করেছেন। আমিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করে জাস্টা বিলের প্রতিবাদ জানাচ্ছি।
মানবাধিকারের প্রবক্তা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে এ ধরণের আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি বিধান থাকবে- তা আমরা আশা করতে পারি না।
যুক্তরাষ্ট্র অবিলম্বে এ বিলটি প্রত্যাহার করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইএস/ওএইচ/আরআই