ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারকে বিচলিত করা বিএনপি'র পক্ষে সম্ভব নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
সরকারকে বিচলিত করা বিএনপি'র পক্ষে সম্ভব নয়

নোয়খালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও আওয়ামী লীগকে বিচলিত করার মতো আন্দোলন বিএনপি'র পক্ষে করা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো কাজে ব্যর্থ হলে মানুষ নানা ধরনের অজুহাত খোঁজে।

ব্যর্থতা ঢাকতে যেমন অজুহাতের প্রয়োজন হয়। তেমনি বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আবোল-তাবোল বকে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কাউন্সিল হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য মাইলফলক। এখানে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন-প্রবীণদের মিশ্রনে আগামীর নেতৃত্ব সাজানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ হাতে দেশ পরিচালনার প্রশংসা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ আর এমন নেতৃত্ব পায়নি।   তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।
জেলা আওয়ামী লীগের সভ‍াপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সঞ্চালনায় জেলা উপজেলা নেতারও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।