ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ঢাকা: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. অলি মিয়ার পরিবারসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও ত্রাণ বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

এ সময় ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা ও সমবেদনা জানান তিনি।

মীর হেলাল বলেন, বিএনপি গণমুখী দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাল্লাহ।  

ব্যারিস্টার মীর হেলাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি'র আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুর শুক্কুর, হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, আলম, থানা বিএনপি'র সদস্য দিদারুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আকরাম উদ্দীন পাভেল উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সদস্য মনিরুল আলম জনি সাহাদাৎ খন্দকার, ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক জাকের হোসেন, সিনিয়র সহ সভাপতি, আবু সাইদ, সহ সভাপতি ছৈয়দ আবদুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব মেম্বর, মঈনউদ্দীন, কাইসার হামিদ, তকিবুল হাসান তকি, নুরুল কবীর তালুকদার, মিজানুর রহমান টিপু, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, এইচ এম নাহিদ, সফি তালুকদার, ছৈয়দ আবদুল আজীজ,মফিজুর রহমান চৌধুরী, যুবদল নেতা ইয়াকুব মেম্বর, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাসুদ, ইকবাল, কামাল, মোরশেদ, মির্জাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আহাদ, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম বেলাল, ইয়াছিন, ওয়াহিদ, গিয়াস উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।