ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
 
শনিবার (০১ অক্টোবর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।

 আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ইয়্যুথ ফোরাম।

খন্দকার মাহবুব হোসেন বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, খালেদা জিয়াসহ অন্য বিরোধীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমশিন গঠন করতে হবে।

সংগঠনটির উপদেষ্টা এম খালেদ সাইফুল্লাহর সভাপাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রাহমাতুল্লাহ, সাবেক এমপি আহসান হাবীবি লিঙ্কন, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬/আপডেট: ১২৪৫ ঘণ্টা
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।