ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ফলাফল মেনে নিল আওয়ামী লীগ

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১০

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ শুক্রবার এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপে হয়েছে।

সুতরাং ফলাফল মেনে না নেওয়ার কোনো কারণই নেই। ”

নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর এটিই আওয়ামী লীগের প্রথম প্রতিক্রিয়া।

এ নির্বাচনে তিনবারের মেয়র আওয়ামী সমর্থিত প্রার্থী মহিউদ্দিনকে ৯৫ হাজার ৫২৮ ভোটে পরাজিত করেন বিএনপি সমর্থিত এম মনজুর আলম।

হানিফ আরো বলেন, “আজ বিকেলে দলের মুখপাত্র সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। ”

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৮, ২০১০
বিকে/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।