ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাম প্রস্তাব করে সার্চ কমিটি মেনে নিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
নাম প্রস্তাব করে সার্চ কমিটি মেনে নিয়েছে বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাব করে বিএনপি সার্চ কমিটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা সাক্ষাত করতে এলে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

রাজনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ব্যবসায়ী নেতারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছেন। যদিও বিএনপি প্রথমে সার্চ কমিটি নিয়ে নানা রকম মন্তব্য করেছে। কিন্তু সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব আকারে পেশ করে সার্চ কমিটি মেনে নিয়েছে তারা।

‘তাদের আপত্তি থাকলে তো নাম দিতো না। তারা যখন নাম দিয়েছে সার্চ কমিটির কাছে তার মানে এ সার্চ কমিটি তাদের মনের মতো হয়েছে, তারা মেনে নিয়েছে। ’

তোফায়েল আহমেদ বলেন, সার্চ কমিটি সবার সঙ্গে আলোচনা করেছে। নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করেছে। এরপর তারা নাম দেবে। তার ভিত্তিতে রাষ্ট্রপতি গঠন করবেন।

তিনি বলেন, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এখন আমাদের সবার বোঝা উচিত। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আগের নব্বই দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন। আমরা যারা নির্বাচন করি আমাদের নির্বাচনের জন্য মনমানসিকতা তৈরি করার সময়। কারণ নির্বাচন এখন সিস্টেমেটিক্যালি হয়। আর অতীতের দিকে আমরা ফিরে যাবো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা তুলে ধরে তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছেন, গণভবনে দাওয়াত করেছেন। বলেছেন পাঁচজন মন্ত্রী নেন। আসেন আমরা একসঙ্গে ইলেকশন করি, তারা আসেনি। আজকে আমাদের তিন বছর পূর্ণ। এখন নির্বাচন হবে, এ সরকারের অধীনেই হবে। ওই সময়কার সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ওই সময় দৈনন্দিন কাজ করবো এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবো।

যারা আজকে বিরোধীতা করছে তাদের নির্বাচনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন তোফায়েল আহমেদ।

এসময় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এমসিসিআই নেত‍ারা ও তাবিদ আউয়ালসহ অন্যান্য নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।