ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংবাদ সম্মেলন-বৈঠকে আবদ্ধ বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘সংবাদ সম্মেলন-বৈঠকে আবদ্ধ বিএনপি’ মানববন্ধনে ড. হাছান মাহমুদ এমপি

ঢাকা: বিএনপির রাজনীতি এখন সংবাদ সম্মেলন আর বৈঠকে আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "বিএনপির মিথ্যাচার বক্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ" শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, বিএনপির এখন আর কোনো কর্মকাণ্ড নেই। তাদের কর্মকাণ্ড এখন সংবাদ সম্মেলন ও খালেদা জিয়ার বৈঠকে সীমাবদ্ধ। পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। তাই এখন তারা জন বিচ্ছিন্ন। তারা জনগণের সমস্যা নিয়ে কখনো কথা বলে না। তারা কথা বলে নিজেদের ইস্যু তৈরির জন্য।


তিনি বলেন, বিএনপি দুই ধরনের মূলনীতি বাস্তবায়নের চেষ্টা করছে। একটি হলো ভারতের বিরুদ্ধাচারণ করা আর তলে তলে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। বিএনপি এভাবেই কাজ করে।


সিরাজগঞ্জে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাংবাদিক হত্যায় দায়ী ব্যক্তিদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তাকে বিচারের আওতায় আনা হবে। এখন আওয়ামী লীগে অনেকেই অনুপ্রবেশের চেষ্টা করছেন। তাদের আটকাতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ,  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করীম।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।